শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে শিল্পী শাহাবুদ্দিনের ‘শান্তি’

কলকাতা প্রতিনিধি

একাত্তরের মুক্তিযুদ্ধে যখন যোগ দিয়েছিলেন তখন তার বয়স ছিল ২১ বছর, পরবর্তী সময়ে একজন শিল্পী হিসেবে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তার ছবি প্রদর্শিত হয়েছিল বিশ্বের একাধিক দেশে। এবার সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পীর একক চিত্র ‘শান্তি’ প্রদর্শনী হতে চলেছে ভারতের রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে উপস্থিত থাকবেন এবং ছবি আঁকবেন শাহাবুদ্দিন। পাশাপাশি ‘শান্তি’ থিমের ওপর শাহাবুদ্দিনের আঁকা ১২টি   বিশাল আকারের ছবি প্রদর্শিত হবে রাষ্ট্রপতি ভবনের মিউজিয়াম আর্ট গ্যালারিতে। আগামী ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি চলবে এ প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর