শিরোনাম
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে পিরিয়ডকালীন ‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় শহরের ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে এ আয়োজন করা হয়।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের (বিডি অ্যান্ড বিআই) সিনিয়র এক্সিকিউটিভ সুমাইয়া সুহাইলার সঞ্চালনায় সেমিনারে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন গাইনি বিশেষজ্ঞ ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুণ্ডু। এ সময় এ প্রতিষ্ঠানের রাজশাহী বিভাগের ডেপুটি সেলস ম্যানেজার মো. নাজমুল হাসান, জসিমুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতে সুমাইয়া সুহাইলা বলেন, মোনালিসা উইমেন্স ক্লাব নারীদের জন্য একটি সাধারণ প্লাটফর্ম। যেখানে তারা তাদের চিন্তা চেতনাকে একে অপরের সঙ্গে বিনিময় করার সুযোগ পাবেন। নারীত্বকে উদযাপন করতে পারবেন। তিনি উল্লেখ করেন, বিশ্বস্ত ব্র্যান্ড মোনালিসা সেনেটারি ন্যাপকিন ২০০৪ সাল থেকে নারীদের কাছে ব্যাপকভাবে পরিচিত। সেমিনারে ১৬০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর