শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
চরমোনাই পীরের হুঁশিয়ারি

‘মূর্তি’ অপসারণ না হলে আন্দোলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার তার বিদেশি প্রভুদের খুশি করতে ‘হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেখানে গ্রিক মূর্তির ভাস্কর স্থাপন করেছেন। সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অপসারণ করা না হলে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। তিনি গতকাল বিকালে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন। এতে সভাপতিত্ব করেন মুহাম্মাদ ওমর ফারুক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর