শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নাগরিক স্মরণসভায় বক্তারা

সুরঞ্জিত ছিলেন রাজনীতির ‘ফরোয়ার্ড প্লেয়ার’

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত রাজনীতিক ও পার্লামেন্টারিয়ান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত এক নাগরিক শোক সভায় বক্তারা তাকে রাজনীতির ‘ফরোয়ার্ড প্লেয়ার’ বলে অভিহিত করেছেন। তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত রাজনীতি করতেন একটা সাধনা হিসেবে। রাজনীতি, সংসদসহ সর্বক্ষেত্রে তিনি ফরোয়ার্ড প্লেসে থাকতেন।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিকালে অনুষ্ঠিত এ নাগরিক স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সঞ্জিব দ্রং, পঙ্কজ দেবনাথ, নূরুর রহমান সেলিম, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর