Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:১৩
সেই চরগুলো সন্দ্বীপের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অখণ্ড সন্দ্বীপের সীমানার পশ্চিমাংশে জেগে ওঠা জাহাইজ্জার চর (স্বর্ণদ্বীপ), ঠ্যাংগার চর, উড়িরচরসহ অন্য চরগুলোর মালিকানা সন্দ্বীপের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ‘সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি’। সীমানা নির্ধারণ নিয়মতান্ত্রিকভাবে না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা।

এসব দাবিতে আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম (বীরপ্রতীক)। বক্তব্য দেন সন্দ্বীপের কালাপানিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক  ড. মোসলেম উদ্দিন মুন্না।

এই পাতার আরো খবর
up-arrow