শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আজ বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

বিজিবি ও বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ে পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ। ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে এ সম্মেলন শুরু হবে। সম্মেলনে যোগ দিতে বিএসএফ ডিজি কে কে শর্মার নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল আজ ঢাকায় এসে পৌঁছাবে। প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। গতকাল বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর