সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধর্মঘট প্রত্যাহারের পর মাংস বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

টানা ৬ দিন পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করায় গতকাল বিকাল থেকে রাজধানীতে মাংস বিক্রি শুরু হয়েছে। সরকার ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানসহ তাদের চার দফা দাবির সঙ্গে একমত পোষণ করায় ধর্মঘটের অবসান ঘটেছে।

গতকাল বিকালে গাবতলী গবাদি পশুর হাটে সংবাদ সম্মেলন করে মাংস ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা দেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গত সোমবার থেকে শুরু হওয়া ধর্মঘট গতকাল শেষ হয়েছে। গতকাল থেকেই ব্যবসায়ীরা মাংস বিক্রি শুরু করেছেন। তিনি জানান, দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হকের সঙ্গে মাংস ব্যবসায়ী সমিতি নেতাদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, তারা ক্রেতাদের গলা কেটে টাকা আদায় করতে চান না। কিন্তু হুন্ডি ব্যবসায়ী, চাঁদাবাজ ও ইজারাদারদের কারণে তা করতে হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তা, গাবতলী গরু হাটের ইজারাদার ও সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর অত্যাচার চালাচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার সীমান্ত থেকে গাবতলী পর্যন্ত চাঁদাবাজি চলছে। এসব বন্ধ করলে ৩০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা সম্ভব। রবিউল আলম বলেন, প্রতিবছর ভারত থেকে অবৈধভাবে গরু আনতে কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর