সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দেশে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না

—পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, দুই থেকে তিন বছরের মধ্যে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না । গত ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ২৬০ মেগাওয়াট। বর্তমানে দেশে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তিনি বলেন, প্রবৃদ্ধির প্রথম কথাটি হচ্ছে ‘গুড গভর্নেন্স’। এ কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধি অভাবনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরও জিডিপি আরও বৃদ্ধি পাবে। গতকাল ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কালে এসব কথা বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর