মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শুরু হলো বসুন্ধরা টিস্যু বর্ণমালা চ্যালেঞ্জ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

‘বলব বর্ণমালা শুনবে বিশ্ব’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুরু হলো বসুন্ধরা টিস্যু বর্ণমালা চ্যালেঞ্জ ক্যাম্পেইন। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এ ১৫ সেকেন্ডে ব্যঞ্জনবর্ণ বলার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, অনেক উন্নতির মাঝে আমরা বর্ণমালা হারিয়ে ফেলছি। সবার মূল্যবোধ এবং অনুপ্রেরণাকে সঙ্গী করে বসুন্ধরা গ্রুপ বর্ণমালাকে ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় ১৫ সেকেন্ডে বর্ণমালা বলতে হবে এবং এর একটি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করতে হবে। ভিডিও আপলোডকারী চ্যালেঞ্জ করতে পারেন তার পরিবার এবং বন্ধুদের তার সঙ্গে এই প্রতিযোগিতায় নামার জন্য। এই ভিডিওগুলো পাঠালে সেখান থেকে চ্যালেঞ্জ গ্রহণকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। প্রতিযোগিতা চলবে ৫ মার্চ পর্যন্ত। তিনি বলেন, দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই আয়োজন করেছি। বসুন্ধরা গ্রুপের মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার মো. তৌফিক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইউটিউবের জনপ্রিয় মুখ সালমান মুক্তাদির। এই ক্যাম্পেইনের প্রমো ও বিস্তারিত জানা যাবে hygienelovers.btissue এই পেজটিতে।

সর্বশেষ খবর