মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
যৌন নিপীড়নের অভিযোগ

জবির শিক্ষককে সাময়িক বরখাস্ত

জবি প্রতিনিধি

যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল হালিম প্রামাণিককে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে সুবিধা দেওয়ার লোভ দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার ভিসির কাছে লিখিত অভিযোগ দিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগী ওই ছাত্রী। এ অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রশাসন। এর আগে গত বুধবার ক্লাসে না আসার কারণে আবদুল হালিম প্রামাণিক ওই ছাত্রীকে ফোন দিয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে ক্লাসের জন্য বিভাগে আসতে বলেন। ওই ছাত্রী বিভাগে পৌঁছানোর পর দেখেন ক্লাস শেষ হয়ে গেছে। এ সময় ওই ছাত্রী আবদুল হালিম প্রামাণিকের সঙ্গে দেখা করলে তিনি বলেন, ক্লাসে উপস্থিতি কম থাকার কারণে তুমি পরীক্ষা দিতে পারবে না। বিভিন্ন কারণ দেখিয়ে একটা দরখাস্ত লেখ, পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিব। এরপর আরও কথা আছে বলে তাকে চতুর্থ তলায় বিভাগীয় ক্লাস রুমে বসার কথা বলেন। পরে সেখানে জোরপূর্বক শরীরিকভাবে নিপীড়ন করে ওই শিক্ষক। এ অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জবি প্রশাসন।

সর্বশেষ খবর