বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভাষা শহীদদের স্মরণে মানব শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভাষা শহীদদের স্মরণে মানব শহীদ মিনার

যে ভাষার মধ্যে লুকিয়ে আছে রক্ত, হাসি-কান্না, ভালোবাসা, অহংকার, সেটি হলো বাংলা ভাষা। বিশ্বের কোনো জাতি মায়ের ভাষার জন্য রক্তক্ষয়ী আন্দোলন করেনি। একমাত্র আমাদের পূর্বসূরিরা মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। তাই তো এই জাতি তার মনের ভিতরের লুকানো ভালোবাসা একেক সময় একেকভাবে প্রকাশ করে। কখনো মানব পতাকা আবার কখনো মানব শহীদ মিনার তৈরি করে। তেমনি ভাষা দিবসে গতকাল সকালে রাজশাহী কলেজ মাঠে মানব শহীদ মিনার তৈরি করে ৬০০ শিক্ষার্থী। মানব শহীদ মিনারের স্থায়িত্ব ছিল ১৫ মিনিট। সংশ্লিষ্টদের দাবি, এটাই প্রথম মানব তৈরি বৃহৎ শহীদ মিনার।

মানব শহীদ মিনারে অংশ নেওয়া শিক্ষার্থী আহনাফ, তামহীদ, নাবিল ও অরণী কর্মকার বলেন, ‘আমরা গত ১৪ দিন ধরে পরিকল্পনা করছিলাম। এর আগে বড় ভাইয়েরা মানব পতাকা করে। এবার আমরা মানব শহীদ মিনার তৈরি করলাম।’ এটাই প্রথম মানব তৈরি বৃহৎ শহীদ মিনার— দাবি করে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ সৃজনশীলতার প্রতীক। শিক্ষার্থীরা নিজেই এসে বলে, তারা মানব শহীদ মিনার তৈরি করবে। গত বছর আমরা মানব পতাকা তৈরি করেছি।’

সর্বশেষ খবর