বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংকটের বেড়াজালে হালিশহর

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সংকটের বেড়াজালে হালিশহর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের অন্যতম সমস্যা নিরাপদ পানির। সেই সঙ্গে বছরজুড়ে জলাবদ্ধতা ও মাদক সমস্যা বিরাজ করে। ছয় বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডের মোট ভোটার ৩৫ হাজার ৪২৩ জন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় দীর্ঘ দিন ধরেই নিরাপদ পানির সংকট। ওয়াসার অপ্রতুল পানি সরবরাহ এবং হাতেগোনা গভীর নলকূপ থাকলেও তা জনসাধারণের চাহিদার তুলনায় অনেক কম। এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের অনেক স্থানে পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। বেশিরভাগ সড়কের বেহাল দশা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর