বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদার আবেদনের শুনানি মুলতবি

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের বিচারকের    প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের নির্দেশনা চেয়ে হাই   কোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। শুনানি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়। এর আগে ৮ ফেব্রুয়ারি হাই কোর্টে খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর