বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আন্দোলনে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

চার দফা দাবি আদায়ের জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ১-৯ মার্চ পর্যন্ত এমপিদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ১৬ মার্চ সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ২৩ মার্চ সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন এবং ৩০ মার্চ রাজধানীতে শিক্ষক-কর্মচারীদের নিয়ে জাতীয় প্রতিনিধি সভা। 

গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর