বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবনে কর্ণফুলী ঘাটের ইজারা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও  গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং ছাত্রলীগ নেতা আবু মুহাম্মদ   মহিউদ্দিন গ্রুপের সমর্থকদের   মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ আছে, মহিউদ্দিন গ্রুপের একজন দরপত্রের ফরম কিনতে গেলে আবদুল্লাহ আল মামুন তাকে বাধা দিলে এ ঘটনার সূত্রপাত হয়।

জানা যায়, গতকাল ছিল কর্ণফুলী নদীর ১১ নম্বর পারাপার ঘাট, ১৪ নম্বর পারাপার ঘাট, ১৫ নম্বর পারাপার ঘাট, মাতবর ঘাট, ৮ নম্বর বিওসি ঘাট, অভয়মিত্র ঘাট, তিন টেঙ্গে ঘাট, চাক্তাই ঘাট, লবণঘাট, গাইজ্জ্যের ঘাটসহ মোট ১২টি ঘাটের ইজারার ফরম বিক্রির শেষ দিন। তাই সকাল থেকেই দুই গ্রুপের উত্তেজনা চলছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর