Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৫৩
৪ লেন সড়কসহ তিন প্রকল্পের ভিত্তি স্থাপন অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, সিলেট
bd-pratidin

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর একটি সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হবে সিলেট নগরীর প্রথম ৪ লেন সড়ক। এছাড়া গতকাল অর্থমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের আরও দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলো হলো- ৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে হুমায়ুন রশীদ চত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউটাইপ ও বক্স ড্রেন নির্মাণ কাজ এবং ৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে কীন ব্রিজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow