Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৫৩
৪ লেন সড়কসহ তিন প্রকল্পের ভিত্তি স্থাপন অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর একটি সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হবে সিলেট নগরীর প্রথম ৪ লেন সড়ক।

এছাড়া গতকাল অর্থমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের আরও দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলো হলো- ৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে হুমায়ুন রশীদ চত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউটাইপ ও বক্স ড্রেন নির্মাণ কাজ এবং ৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে কীন ব্রিজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow