শিরোনাম
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে খুলনার কয়রা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তৃতায় মুক্তিযোদ্ধা প্রণয় কুমার মণ্ডল বলেন, নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট উপজেলার তালিকাভুক্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কিন্তু কয়রা উপজেলার জন্য গঠিত কমিটির সভাপতি করা হয়েছে রূপসা উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এমএম মুজিবর রহমানকে। এই কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম কোথায় যুদ্ধ করেছেন তা বলতে পারেন না কেউ। এসব অনিয়মের বিরুদ্ধে কয়রা উপজেলার মুক্তিযোদ্ধা আবদুর রহমান সানা উচ্চ আদালতে রিট করেন।

সর্বশেষ খবর