শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধুলা আর যানজটের এলাকা রূপনগর

রুকনুজ্জামান অঞ্জন

ধুলা আর যানজটের এলাকা রূপনগর

রূপনগর মোড় থেকে একটি রাস্তা চলে গেছে পূরবীর দিকে। আর শিয়ালবাড়ী থেকে আসা রাস্তাটি চলে গেছে দোয়ারীপাড়ায়। এ দুটি রাস্তার পাশজুড়ে গড়ে ওঠা রূপনগর আবাসিক এলাকাকে অনেকে ধুলা আর যানজটের এলাকা হিসেবেই চেনেন। কারণ এক-দুই মাস পরপরই চলে রাস্তা খোঁড়াখুঁড়ি। কখনো বিদ্যুতের লাইন, কখনো গ্যাস, আবার কখনো ওয়াসার লাইনে চলে কাজ। আর এসব কাজ চলতে থাকায় মূল রাস্তায় প্রচুর মাটি জমে যায়। ফলে শীতকালে যে মাটি থেকে ধুলা ওড়ে, বর্ষায় আবার সেখানেই কাদায় থিকথিক করে। জানা গেছে, যানজট এলাকাবাসীর জীবনযাত্রার একটি অংশ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর যানজট ভয়াবহ রূপ নেয়। আবাসিক এই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক পোশাকশিল্প কারখানা রয়েছে। নামকরা স্কুল-কলেজ থাকলেও এই আবাসিক এলাকায় গড়ে ওঠেনি ভালোমানের কোনো বিশেষায়িত হাসপাতাল। এতে অসুস্থ মানুষকে স্বাস্থ্যসেবার জন্য মিরপুর ১, ২ অথবা পূরবীতে ইসলামী ব্যাংক হাসপাতালে ছুটতে হয়। আবাসিক এলাকার শিশুদের খেলার জন্যও নেই কোনো পৃথক মাঠ। রূপনগরের একপাশে বোটানিক্যাল গার্ডেনের সীমানাজুড়ে যে বিশাল খাল ছিল তাও এখন অবৈধ দখলের কবলে। খালের তীর ধরেই গড়ে উঠেছে বস্তি। আর রজনীগন্ধার পেছনের বিশাল জলাশয়ও দখলে দখলে ছোট হয়ে আসছে। রূপনগরের যে কাঁচাবাজার ছিল তাও চলে গেছে হাউজিং কোম্পানির হাতে। এখন সেখানে গড়ে উঠছে বিশালাকারের ইমারত। ফলে শাক-সবজি আর মাছ-মাংসের দোকান বসে রাস্তার পাশেই। এলাকার বাসিন্দা সাইদুল আমিন বলেন, এটি শুধু নামেই রূপনগর আবাসিক, বাস্তবে এর না আছে রূপ না আছে আবাসিক চরিত্র। এ বিষয়ে সিটি করপোরেশনের (উত্তর) ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী জানান, রূপনগরের মূল রাস্তায় সংস্কারের ফলে যে মাটি জমেছে তা সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ধুলা কমে যাবে। শিয়ালবাড়ীতে যে ময়লার ভাগাড় তাও সরিয়ে নেওয়া হচ্ছে। অবৈধ দখল থেকে রূপনগর খাল রক্ষা করতে পশ্চিম পাশের ৪০ ফুট খালের তীর ধরে ৩০ ফুট রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের সহায়তায় রূপনগর ঘিরে একটি বড় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে ধুলা, যানজট আর দখলমুক্ত হবে রূপনগর। ফিরে আসবে সত্যিকারের আবাসিক চরিত্র।

সর্বশেষ খবর