শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে উপস্থাপন

ডিআইজি প্রিজনকে তলব

নিজস্ব প্রতিবেদক

ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে হাজির করায় ডিআইজি প্রিজনকে তলব করেছে হাই কোর্ট। আগামী ৯ মার্চ সশরীরে আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা সাবিনা আহমদ মলি। দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাবন্দী ১০ আসামিকে ৭ ফেব্রুয়ারির এক আদেশে ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে তাদের জামিন প্রশ্নে আদালত রুলও জারি করে। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়।

সর্বশেষ খবর