শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কারাবন্দীদের জন্য মোবাইল ফোনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

কারাগারে বন্দীদের জন্য শিগগিরই মোবাইল ফোন ব্যবহারের সুযোগ চালু করা হচ্ছে। এর আওতায় বন্দীরা পরিবারের নিবন্ধিত নির্দিষ্ট যে কোনো দুটি নম্বরে কথা বলতে পারবেন।

গতকাল কারা সদর দফতরে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, কারা অভ্যন্তরের মোবাইল ফোন ব্যবহারে অবৈধ বাণিজ্য ঠেকাতে শিগগির এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কারা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর