শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বখাটে-ছিনতাইকারীদের উৎপাত পাঠানটুলীতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বখাটে-ছিনতাইকারীদের উৎপাত পাঠানটুলীতে

যানজট, ছিনতাইসহ নানা সমস্যায় জর্জরিত ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের বাসিন্দারা। তবে প্রধান সমস্যা বখাটে ও ছিনতাইকারীদের উৎপাত। বিশেষ করে বখাটেরা মেয়েদের প্রতিনিয়ত হয়রানি ও নাজেহাল করছে। সুযোগ পেলে ছিনতাই করে তারা। তাদের ভয়ে দিনাতিপাত করছেন স্থানীয়রা। এ বিষয়ে কাউন্সিলর ও প্রশাসনকে বলার পরও সুরাহা না হওয়ায় গণস্বাক্ষর নিয়ে জানানোর প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দা দেলোয়ারসহ ভুক্তভোগীরা। তবে ওয়ার্ডে মাদক, ফেনসিডিল, জলাবদ্ধতা ও পানি সংকট কমে এসেছে বলে জানান স্থানীয় কাউন্সিলর আবদুল কাদের। তবে ছিনতাই ও মেয়েদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

পাঠানটুলী ওয়ার্ডের বাসিন্দা শাহআলম, কামাল পারভেজ বাদল ও দেলোয়ার হোসেন বলেন, মাদারবাড়ির মোড়, কমার্স কলেজের  পেছনে এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশপাশে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা চেনামুখ হলেও ভয়ে কেউ মুখ খুলছেন না।

তারা বলেন, পানির চরম সংকটও রয়েছে। বিকল্প সড়ক না করে কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজের জন্য এখানকার ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি নাজুক।

সর্বশেষ খবর