শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পায়রা বন্দর হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ বন্দর। এ বন্দরকে ঘিরে আমাদের দেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। বিদেশি বিনিয়োগ আসবে।

পায়রা বন্দর স্থাপিত হলে ঘরে ঘরে চাকরি পাবে, কোনো বেকার সমস্যা থাকবে না। তাই দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই বলেও মন্ত্রী উল্লেখ করেন। গতকাল দুপুরে ঝালকাঠি জেলার নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও প্রতিবন্ধী পরিচয়পত্র ও নতুন ভিজিডি উপকার ভোগীদের কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না। বিএনপি জোট সরকারের আমলে উত্তর অঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত।

সর্বশেষ খবর