শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নিরপেক্ষতার স্বার্থে বিরোধী দলের মামলা স্থগিত করুন : বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিরোধী দলের মামলা দুই বছরের জন্য স্থগিত করার দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। একই সঙ্গে তিনি নির্বাচনের ছয় মাস আগে থেকেই স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার আহ্বান জানান। বি চৌধুরী বলেন, সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা বিরোধী দলের ওপর চাপিয়ে দেওয়া যেসব মামলা ৮ বছরেও ফয়সালা করতে পারেননি, সেগুলো নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আগামী দুই বছরের জন্য অবিলম্বে স্থগিত করুন। যুক্তিযুক্ত হলে প্রয়োজনে মামলাগুলো পরে সচল করুন। গতকাল বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকল্প যুবধারার সভাপতি ওবায়েদুর রহমান মৃধা।

সর্বশেষ খবর