শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আমিরাতে পুরস্কৃত ইকবালুর রহিম

প্রতিদিন ডেস্ক

আমিরাতে পুরস্কৃত ইকবালুর রহিম

ওয়ার্ল্ড লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম বলেছেন, এ ধরনের অ্যাওয়ার্ড

পাওয়া দেশের জন্য সম্মানের। এতে দেশের সংসদ সদস্যরা সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি অবদান

রাখতে অনুপ্রাণিত হবেন।

নিজের নির্বাচনী এলাকায় বৃদ্ধাশ্রম এবং তৃতীয় লিঙ্গের (হিজড়াদের) মানুষের জন্য পল্লী বানিয়ে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের (ডব্লিইউএলএফ) পুরস্কার

গ্রহণ শেষে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইকবালুর রহিম বলেন, হিজড়া সম্প্রদায় আমাদেরই পরিবারের সদস্য। কিন্তু তাদের পরিবার তাদের গ্রহণ করে না, তারা অবহেলিত। তাদের অবহেলা না করে একটু যত্নশীল হলেই তারা সমাজের সাধারণ সদস্যদের মতোই আচরণ ও সহাবস্থান করে। উল্লেখ্য, ইকবালুর রহিম এমপি’র গড়ে তোলা মানব পল্লীতে ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং তাদের আর্থিক ও সামাজিক সব ধরনের সহযোগিতা প্রদান করছেন তিনি।

সর্বশেষ খবর