শিরোনাম
সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বিশ্বজিৎ হত্যা মামলা

ডেথ রেফারেন্স শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাই কোর্টে বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল মামলাটি ওই বেঞ্চের কার্যতালিকায়ও আসে। এর আগে ১৯ ফেব্রুয়ারি এ মামলার পেপারবুক প্রস্তুত করা হয় বলে সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক। নিম্ন আদালতের রায়ের এক সপ্তাহের মধ্যে এ মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। এরপর পেপারবুক প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ১৪টি আপিল করেন দণ্ডপ্রাপ্তরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর