সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কেন্দ্রীভূত সম্পদ টাইমবোমার মতোই ভয়াবহ : ইউনূস

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীভূত সম্পদ টাইমবোমার মতোই ভয়াবহ : ইউনূস

নোবেল জয়ী ড. ইউনূসের সঙ্গে টয়োটা মোটর কর্পোরেশনের চেয়ারম্যান মি. ফুজিও কো

পৃথিবীর মাত্র আটজন লোকের হাতে নিচের দিকের ৫০ শতাংশ মানুষের মোট সম্পদের বেশি সম্পদ কেন্দ্রীভূত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই কেন্দ্রীভূত সম্পদ এখন বিস্ফোরন্মুখ টাইমবোমার মতোই ভয়াবহ।

জাপানের ‘বিজনেস ইউনিভার্সিটি ফোরাম’-এ ২২ ফেব্রুয়ারি দেওয়া ভাষণে তিনি সম্পদের কেন্দ্রীকরণ নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। মূল বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, আমাদের উচিত এই সমস্যাটির (কেন্দ্রীভূত সম্পদ) প্রতি সর্বাধিক মনোযোগ দেওয়া। নইলে এ থেকে উদ্ভূত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিস্ফোরণ ঠেকানো যাবে না। তিনি জাপানি ব্যবসায়ী নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ী ফোরামে প্রথাগত অর্থনৈতিক চিন্তাধারা বদলে ফেলারও আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর