সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
হাই কোর্টে স্থায়ী বিচারক

নিয়োগ না পাওয়া দুজনের আবেদনের শুনানি একসঙ্গে

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ না পাওয়া এ বি এম আলতাফ হোসেন এবং মো. ফরিদ আহমদ শিবলীর আপিলের ওপরে আপিল বিভাগে একসঙ্গে শুনানি অনুষ্ঠিত হবে। শিবলীর আবেদন শুনানির জন্য গ্রহণ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, হাই কোর্টে নিয়োগ বঞ্চিত আলতাফ হোসেনের আবেদনও আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে। ওই মামলার সঙ্গেই শিবলীর আবেদনেরও শুনানি হবে বলে আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর