সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাবিতে নেতার হাতে শিক্ষার্থী লাঞ্ছিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগ অনুষ্ঠানে এক সাধারণ শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সাদ্দাম হোসাইন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং জাবি শাখা ছাত্রলীগের বিগত কমিটির উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক। র‌্যাগ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে শনিবার রাত সোয়া ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর রাত সোয়া ৯টায় সাদ্দাম গ্রিনরুমে ঢুকে অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হওয়ায় গালাগাল করেন। এ সময় জসিম উদ্দিন (ইতিহাস, ৩৯তম আবর্তন) সাদ্দামকে গালাগাল করতে নিষেধ করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।  পরে রাত সোয়া ১১টায় সাদ্দাম গ্রিনরুমে ঢুকে জসিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর