সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বরিশালে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলমের স্ত্রী সুরভী আক্তার মনির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে নগরীর কাশীপুর মদিনা সড়কের ভূঁইয়া বাড়ির মো. দিদারের একটি ভাড়া ফ্ল্যাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নূরে আলমের আগের একটি বিয়ে রয়েছে।

ওই সংসারে আছে তার তিনটি সন্তান। প্রথম স্ত্রী থাকাবস্থায় সুরভীকে প্রেম করে বিয়ে করে নূরে আলম। সুরভীরও আগের বিয়ে ছিল। ওই সংসারের স্বামীকে তালাক দিয়ে তিন বছরের একটি ছেলে সন্তানসহ নূরে আলমের সঙ্গে বছরখানেক আগে থেকে বসবাস শুরু করে সুরভী।

সুরভীর ভাই ও মামার দাবি, সুরভীকে নির্যাতনে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তারা জানান, নূরে আলম-সুরভীর দাম্পত্য কলহ লেগেই থাকত। বিয়ের পর যৌতুক দাবিতে প্রায়ই সুরভীর ওপর নির্যাতন করত স্বামী নূরে আলম। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার এবং নূর আলমের কঠোর শাস্তি দাবি করেন।

অন্যদিকে স্বামী এসআই নূরে আলম বিষয়টিকে সে ফ আত্মহত্যা বলে দাবি করেছেন। তার ভাষ্য, সুরভী অত্যন্ত বদ মেজাজি। এর আগেও সে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর