বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাশিয়া ও থাইল্যান্ডে কর্মী পাঠানোর উদ্যোগ

সংসদে তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ইউরোপ, অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ মোট ৫০টি নতুন শ্রমবাজার সম্পর্কে গবেষণা সম্পন্ন হয়েছে। এরই মধ্যে নতুনভাবে রাশিয়া ও থাইল্যান্ডে কর্মী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে চুক্তি স্বাক্ষরের কাজ চলমান আছে। এ ছাড়া শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানো শুরু হবে। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে গতকাল তিনি এ তথ্য জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, গত বছরের ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আশ্বাস প্রদান করে। আশা করা যায় শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে কর্মী প্রেরণ শুরু হবে। এ ছাড়া ২০০৮ সালে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার জি টু জি চুক্তির মাধ্যমে আবার চালু হয়। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে জি টু জি প্লাস নামে আরও একটি  চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর