বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ঋণ মওকুফের ক্ষমতা নিয়ে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের ঋণ মওকুফের ক্ষমতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। ২৮ ফেব্রুয়ারি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে। গতকাল আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। অর্থ সচিব, ব্যাংকিং বিভাগের সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মহাহিসাবনিরীক্ষক, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর