শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মিত হবে : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মিত হবে : গণপূর্তমন্ত্রী

ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন (গ্রিন বিল্ডিং) নির্মিত হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। তিন দিনব্যাপী এক্সপোর আয়োজন করে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্প্রেডা), এক্সপোনেট এক্সিবিশন ও পাওয়ার সেল।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মিত হবে।

সর্বশেষ খবর