শিরোনাম
শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নৃত্যশিল্পী মীনু হককে সম্মাননা

সাংস্কৃতিক প্রতিবেদক

নৃত্যশিল্পী মীনু হককে সম্মাননা

প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকী উদযাপনে নৃত্যশিল্পী মীনু হককে ‘নৃত্য সম্রাট জি.এ.মান্নান পদক ২০১৭’ প্রদান করেছে দিব্য সাংস্কৃতিক সংগঠন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মীনু হকের হাতে পদক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এ সময় পদকে ভূষিত মীনু হককে উত্তরীয়, রাখী ও মেলবন্ধন পরিয়ে দেন নৃত্যশিল্পী দীপা খন্দকার।

চারুকলায় ছাপচিত্র কর্মশালা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ ও গ্যালারি কায়ার যৌথ আয়োজনে শেষ হলো পাঁচদিনের ‘ব্ল্যাক এবং হোয়াইট’ শীর্ষক ছাপচিত্রের বিশেষ কর্মশালা।

শহীদ মিনারে পথনাট্যোৎসব : ‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ শীর্ষক সাতদিনের পথনাট্যোৎসবের দ্বিতীয় দিন গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ৫টি নাটকের দল ৫টি পথনাটক পরিবেশন করে। দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল ওয়ার্দা রিহাবের পরিচালনায় শাস্ত্রীয় মনিপুরী নৃত্য।

সর্বশেষ খবর