শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা শিল্পমন্ত্রীর

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে কুলকাঠি ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। একই সঙ্গে এ ইউনিয়নকে যৌতুক ও বাল্যবিবাহমুক্ত এলাকাও ঘোষণা করেন শিল্পমন্ত্রী। গত কয়েক বছর ধরে এ ইউনিয়নের প্রতিটি গ্রামে সভা-সমাবেশ করে যৌতুক, বাল্যবিবাহ ও ভিক্ষুকমুক্ত করতে জনসচেতনতা তৈরির প্রচারণা চালিয়ে আসছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এর সদস্যরা। এরই ধারাবাহিকতায় যৌতুক, বাল্যবিবাহ ও ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী বলেন, শুধু ঝালকাঠির কুলকাঠি নয়, এক সময় সারা দেশ ভিক্ষুকমুক্ত হবে; দেশে আর কোনো মানুষ দরিদ্র থাকবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর