Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ মার্চ, ২০১৭ ২৩:২০
যৌন নিপীড়নের শিকার তিন শিশু হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
যৌন নিপীড়নের শিকার তিন শিশু হাসপাতালে

রাজধানীর পল্লবীতে চার বছর বয়সী তিন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে। গতকাল দুপুরে পল্লবীর একটি বস্তিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে পল্লবীর বেগুনবাড়ি বস্তির ওই তিন শিশুর ওপর যৌন নিপীড়ন চালিয়েছে ইকবাল (২৪) নামে এক যুবক। ইকবাল ওই বস্তিতে চটপটি বিক্রি করে। পরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা তাকে ধাওয়া করে ধরে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করে।

এই পাতার আরো খবর
up-arrow