Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ মার্চ, ২০১৭ ২৩:২২
সুপ্রিম কোর্ট থেকে শিল্পকর্ম অপসারণ দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শিল্পকর্ম অপসারণের দাবিতে রাজধানীতে মিছিল-সমাবেশ করেছে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবার উত্তর গেটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। জাতীয় ঈদগাহ ঘেঁষে নারী মূর্তি স্থাপন করে মুসল্লিদের নামাজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে মূর্তি অপসারণ না করলে কঠোর আন্দোলন গড়ে উঠলে সরকারের আখের রক্ষা হবে না। সমাবেশে ১৩ মার্চ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি, মূর্তি অপসারণের দাবিতে ১৮ মার্চ গণসমাবেশ, ২১ এপ্রিল জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। আরও বক্তব্য দেন  সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, হাসিবুল ইসলাম ও মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow