শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ঢাবিতে হিযবুত কর্মী আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের এক কর্মীকে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত ১ মার্চ তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার নাম সাজিদ বিন আলম। তিনি ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের  ছাত্র।

এর আগেও সাজিদকে হিযবুত তাহ্রীরের লিফলেট বিতরণ করার সময় আটক করা হয়েছিল। এ সময় তিনি দেড় বছর কারাভোগ করেন। জামিনে মুক্ত হওয়ার পর সাজিদ আবারও এই সংগঠনের কার্যক্রমে জড়িয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও পুলিশে সোপর্দ করে।

ঢাবির প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এম আমজাদ বলেন, কিছু শিক্ষার্থী সাজিদকে হিযবুত তাহ্রীরের   লিফলেট বিতরণ করার অভিযোগে ধরে নিয়ে আসে। পরবর্তীতে সে  নিষিদ্ধ এই সংগঠনে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর