Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ মার্চ, ২০১৭ ০৩:০১
কদমতলীতে চাচা ভাতিজা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীতে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল  রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন— শামসুল হক ফকির (৫০) ও তার ভাতিজা মাদ্রাসা ছাত্র আল আমিন হোসেন (১৯)। আল আমিনের বাবা শাহজাহান মিয়া বলেন, পশ্চিম মোহাম্মদবাগে তারা থাকেন। ডাকাত বেলালের ভাই ইমরানসহ ৪-৫ জন তাদের বাসার সামনে এলোপাতাড়ি গুলি করে। এতে শামসুলের বুকে ও আল আমিনের দুই পায়ে গুলি লাগে। তিরি আরও বলেন, বেলাল ও ইমরান চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গুলি করেছে।

এই পাতার আরো খবর
up-arrow