রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীতে লাশ নিয়ে মিছিল

বিপ্লব হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে লাশ নিয়ে মিছিল

রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে ছুরি মেরে বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় নিহতের বড় ভাই আসাদ ওরফে বুলবুল মামলাটি করেন। নগরীর মতিহার থানার পরিদর্শক মাহবুব আলম জানান, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, নিহত বিপ্লবের সাবেক শ্বশুর হাবিবুর রহমান (৫০), শ্যালক রনি আহমেদ (২৮) ও তাদের প্রতিবেশী সাইদুর রহমান (৪০)। তিনি আরও জানান, শুক্রবার বিকালের হত্যাকাণ্ডের পর সবাই পালিয়ে গেছেন। তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে নিহত বিপ্লবের লাশের ময়নাতদন্ত হয়েছে।

এদিকে আসামিদের গ্রেফতারের দাবিতে বিকালে লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নগরীর কাজলা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় তারা খুনিদের ফাঁসি দাবি করে স্লোগানও দেন। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর