সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রোকেয়ায় মুখোমুখি ব্যবসায়ী-ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রোকেয়ায় মুখোমুখি ব্যবসায়ী-ছাত্রলীগ

রংপুর নগরীর পার্কমোড় এলাকার ব্যবসায়ীদের ধর্মঘট দ্বিতীয় দিনে গড়ালেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি মেহেদী হাসান শিশিরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একই দাবিতে গতকালও কয়েক দফা বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

এক লাখ টাকা চাঁদা না পেয়ে শিশিরের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় শিশিরকে গ্রেফতার দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটে নামেন। একপর্যায়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে শিশিরকে গ্রেফতারে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও ধর্মঘট অব্যাহত রাখেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে এলাকাবাসী ও আশপাশের পাঁচ শতাধিক মেসের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পার্কের মোড় দোকান মালিক সমিতির আহ্বায়ক এ কে এম মাসুদ রানা জানান, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ শিশিরসহ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। সময় গড়িয়ে গেলেও শিশিরসহ হামলাকারীরা গ্রেফতার হয়নি। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। এদিকে ফাস্ট ফুডের দোকানে হামলা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান শিশিরকে প্রধান আসামি করে আরও ১০-১২ জনের নামে মামলা করেছেন দোকান মালিক মাজেদুল ইসলাম লাবলু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর