সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে : মান্না

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অনৈতিক, অযৌক্তিক ও গণবিরোধী। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে চালু কলকারখানা বন্ধসহ পরিবহন ভাড়া বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধি করায় অর্থনৈতিক সব সেক্টর বিপর্যয়ের মধ্যে পড়বে। তাই জনগণের স্বার্থ বিবেচনায় রেখে সরকারকে পদক্ষেপ নিতে হবে। তিনি অবিলম্বে গ্যাসের দাম পুনর্বিবেচনার জোর দাবি জানান।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে বক্তব্য  রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর