সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রযুক্তিতে শিশুদের পারদর্শী করতে ৯ মার্চ শুরু হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

শৈশব-কৈশর থেকে শিশুদের তথ্য প্রযুক্তি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিতে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট’। বিশ্বমানের প্রোগ্রামার তৈরি এবং জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৯ মার্চ থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিষয়গুলো তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ছেলে-মেয়েদের গণিত বা ইংরেজি শেখানোর পাশাপাশি ছোটবেলা থেকে প্রোগ্রামিং বিষয়ে শক্ত ভিত্তি তৈরি করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর পর্যায়ক্রমে এসব শিশুরা অংশ নেবে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড এবং বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর