সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শহীদ মিনারে চলছে পথনাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শহীদ মিনারে চলছে পথনাট্যোৎসব

বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব ২০১৭’। গতকাল ছিল ‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ শীর্ষক এই উৎসবের পঞ্চম দিন।

‘বইয়ের বন্ধু বঙ্গবন্ধু’ : জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বইয়ের বন্ধু বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার।

গতকাল সকালে গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ। মূল প্রবন্ধে অনুপম হায়াৎ বলেন, ‘বঙ্গবন্ধুর পাঠস্পৃহা ছিল অপরিমেয়। শিক্ষাজীবনের বাইরে ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনৈতিক জীবন, কারাবন্দী জীবন, হুলিয়া মাথায় নিয়ে যাপিত জীবন, মন্ত্রী-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাকালীন জীবন, অন্যান্য সময় এবং শহীদ হওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু ছিলেন বইবান্ধব ও বইপ্রেমী।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর