সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

বিতর্কিত ও স্বাধীনতা বিরোধীদের আমন্ত্রণ নয়

নিজস্ব প্রতিবেদক

এবারের স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের আমন্ত্রণ না জানাতে এবং তাদের অনুষ্ঠানে না রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত কাউকে অতিথি না করার বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের কথা সারা দেশে জানিয়ে দেওয়া হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা-উপজেলা পর্যায়ে কারা বিতর্কিত, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী সেটা এলাকার নেতা-কর্মীরা জানেন। আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতা দিবসে পতাকার যত্রতত্র ব্যবহার রোধেও নির্দেশনা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর