মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পাঠ্যপুস্তকে পরিবর্তন কেন অবৈধ নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

স্বনামধন্য ও সুপরিচিত লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে আনা পরিবর্তন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গতকাল  বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, জাতীয় পাঠ্যপুস্তক ও কারিকুলাম বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ও শিক্ষাবিদ মমতাজ খানম এ রিট আবেদন করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন সৈয়দ মামুন মাহবুব। রিটের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যে কিছু প্রখ্যাত লেখকের লেখা বাদ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে রিট করা হয়।

সর্বশেষ খবর