শিরোনাম
বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কিশোরগঞ্জের দুজনের রায় যে কোনো দিন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের দুজনের রায় যে কোনো দিন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের সৈয়দ মোহাম্মদ হোসেন ও মো. মোসলেম প্রধানের মামলার রায় ঘোষণা হবে যে কোনো দিন। উভয় পক্ষের শুনানি শেষে গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে। আসামি মোসলেম প্রধান গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও মোহাম্মদ হোসেন পলাতক।

এদের বিরুদ্ধে গত বছরের ৯ মে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মোসলেম প্রধানের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। তাকে মোহাম্মদ হোসেনের পক্ষেও রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ    দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। পরে তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি।’ আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, ‘আসামিরা রাজাকার ছিলেন না। তাদের দোষী সাব্যস্ত করা হলে ইতিহাস বিকৃতির আশঙ্কা রয়েছে। আমরা তাদের খালাস চেয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর