বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল শুনানি ৮ মে

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ৮ মে আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করে। শুনানিতে রাষ্ট্রপক্ষ এ মামলার প্রস্তুতির জন্য আট সপ্তাহ সময়ের আবেদন করে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে আদালতকে সহযোগিতার জন্য ১২ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় আদালত। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট   আকারে প্রকাশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর