বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গৃহবধূ খুনে দুজনের ফাঁসি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে খুনের দায়ে আদালত দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক গতকাল দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আবুল বাশার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, পটুয়াখালীর সিকেওয়া বুনিয়া গ্রামের নাসির হাওলাদারের ছেলে আবুল বাশার হাওলাদার, তিওকাটা গ্রামের আপ্তের আলী ঘরামী ওরফে আফতাবের ছেলে মো. হারুন ঘরামী ওরফে বাবুল। কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাকসাখোলার শেখ ওমর আলী র‌্যাব-৪ এ নবীনগরের ক্যাম্পে কর্মরত ছিলেন। ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে খবর পান টঙ্গীর বড়দেওড়ার বাসায় তার স্ত্রী সালমা সুলতানা ওরফে সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

সর্বশেষ খবর