বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভর্তির প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ইবি থানায় মামলাটি করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ। জানা গেছে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মনোজিৎ কুমার মণ্ডল ও স্থানীয় পল্লী চিকিৎসক মিজানুর রহমান লাল্টুর বিরুদ্ধে এ মামলা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০-এ মামলাটি দায়ের করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মনোজিৎ কুমার মণ্ডল ও মিজানুর রহমান লাল্টুর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৩৩তম সিন্ডিকেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ খবর