শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতিকে ‘না’ বলবে আড়াই লাখ স্কুল শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

দেশের ৬৪ জেলার ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী মানববন্ধন করে দুর্নীতিকে ‘না’ বলবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে আগামীকাল এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, সমাজে সততা-নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুদকের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয় ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। রাজধানীসহ দেশের ৬৪ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ নামে যে সংগঠন আছে তাদের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে। সততা সংঘের সদস্যরা নবম ও দশম শ্রেণির ছাত্র ও ছাত্রী। মানববন্ধন কর্মসূচিতে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী অংশ নেবে। এ ছাড়াও একাত্মতা প্রকাশ করবেন শিক্ষক এবং সুশিল সমাজের সদস্যরা।

সর্বশেষ খবর